Header Ads

Header ADS

কোম্পানীগঞ্জে ৩৫ভরি স্বর্ণ, ১২ লক্ষ টাকা নিয়ে আমেরিকা প্রবাসীর স্ত্রী উধাও


কোম্পানীগঞ্জ নোয়াখালী: 
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আমেরিকা প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। 

এ ঘটনায় আমেরিকা প্রবাসীর স্ত্রী’র ভাই মেহেদী হাসান আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। যাহার নং- ১০৭৪। এ বিষয়ে আমেরিকা প্রবাসীর স্ত্রী’র ভাই মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,
তার বোন ৩৫ ভরি স্বর্ণ ও ১২ লক্ষ টাকা নিয়ে একই বাড়ির আহছান উল্যার ছেলে শেখ ফরিদ (৩৫) সম্পর্কে জাঠাতো ভাইয়ের সাথে পালিয়ে যায়। 

উধাও হওয়া গৃহবধূর নাজমুন নাহার (২২), উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাঝি বাড়ির একরামুল হক’র মেয়ে। আমেরিকা প্রবাসী ওমর ফারুক মুরাদ’র স্ত্রী উধাও হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে ব্যবহৃত কাপড়- ছোপড়, স্বর্ণালংকার নিয়ে সে উধাও হয়ে যায়। জিডিতে তার ভাই উল্লেখ করেন, তার আমেরিকা প্রবাসী ভগ্নিপতি ওমর ফারুক মুরাদ’র পিতা-মাতা তাদের কে বিষয়টি জানালে তাদের নিকট আত্মীয় স্বজনের বাড়িতে বহু খোঁজাখুজি করিয়া সন্ধান না পেয়ে বিলম্বে কোম্পানীগঞ্জ থানায় জিডি করেন। 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান এই ঘটনায় জিডি করার সত্যতা নিশ্চিত করেন।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.