Header Ads

Header ADS

জাপানে শান্তি পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

প্রথম বাংলাদেশি হিসেবে সম্প্রতি জাপানে শান্তি পদক পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। দেশটির সর্ববৃহৎ হানামাতসুরি উৎসবে (বুদ্ধজয়ন্তী উৎসব-২০১৯) তাকে
‘টোকুরিন-জি এশিয়ান বুদ্ধিস্ট পিস অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়।

পদক কমিটির পক্ষ থেকে ড. অহিদুজ্জামানকে শান্তিপদক ও সনদ তুলে দেন জাপানের নাগোয়া শহরের টোকুরিন-জি বুদ্ধমন্দিরের সর্বোচ্চ ধর্মযাজক রেভারেন্ড শুচো তাকাওকা।

এই পদকটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উৎসর্গ করেন ড. এম অহিদুজ্জামান। এই উৎসবে জাপান ও অন্যান্য দেশ থেকে গবেষক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।হানামাতসুরি উৎসবে আয়োজিত এক অনুষ্ঠানে ড. অহিদুজ্জামান ‘দ্য ইম্পর্ট্যান্স অব কালচারাল ডাইভারসিটি : রোল অব রিলিজিয়াস কমিউনিটিজ’ শীর্ষক বক্তব্য দেন।

তিনি তার বক্তব্যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিকা তুলে ধরেন।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.