Header Ads

Header ADS

কোম্পানীগঞ্জে শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এ অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। 


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তা, সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, খাজা জসিম উদ্দিন, শিক্ষক সমিতির মহিলা সম্পাদীকা নাজমা বেগম শিপা, চরফকিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান প্রমূখ।মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি জমা দেন সমিতির নেতৃবৃন্দ।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.