Header Ads

Header ADS

মাদক বিরোধী সমাবেশে জনতার ঢল নেমেছে কোম্পানীগঞ্জে!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মাদক বিরোধী সমাবেশে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকালে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আহ্বানে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে পৌর মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।


র‌্যালীতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী, পেশাজীবি নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক অতিক্রম করার সময় রাস্তার দু’পাশের সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানায়।

মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম ছরওয়ার, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, বসুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বক্তব্যে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মাদকের সমূলে উৎপাটনে সকলের সহযোগিতা চাই। মাদকের ভয়াবহতার কারণে আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আগামী প্রজন্ম রক্ষার স্বার্থে এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়ে যেতে হবে। এতে যত বড় রাঘব-বোয়াল হোক বা আমার দলের যত বড় নেতাই হোক না কেন, কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হবে না। তিনি প্রশাসনের সকলকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় তিনি মাদক নির্মূলে কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীতে রয়েছে, রমজান মাসে সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমাধ্যম কর্মী, পেশাজীবি নেতৃবৃন্দদেরকে নিয়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। পরবর্তিতে প্রতিটি ইউনিয়ন ও পাড়া-মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.