Header Ads

Header ADS

নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীনদের জমি প্রভাবশালীদের বন্দোবস্ত দেয়ার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ


নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ও চানন্দী ইউনিয়নে ভূমিহীনদের দখলকৃত জমি টাকার বিনিময়ে ভূমি দস্যুদের কাছে বন্দোবস্ত দেয়ার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। 


আজ দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাতিয়া উপজেলার হরনী ও চানন্দী ইউনিয়নের ভূক্তভোগী ভূমিহীন পরিবার । 

মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, হাতিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো আবু বক্কর ছিদ্দিক, হরনী, চানন্দী ইউনিয়ন তহশিলদার মো. নুরুল আশ্রাফ এবং সহকারি তহশিলদ্বার হুমায়ুন মোটা অংকের টাকা নিয়ে ভূমি দস্যু ও প্রভাবশালীদের বন্দোবস্ত দিচ্ছে। ফলে দখলে থেকেও দখলকৃত ভূমি বন্দোবস্থ পাচ্ছেন না প্রকৃত ভূমিহীনরা। 

এমন অবস্থায় কানুনগো, তহশিলদার ও সহকারী তহশিলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

মানববন্ধন শেষে ভূমিহীনরা জেলা প্রশাসক তন্ময় দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.